রাজধানীর কাকরাইলে বখাটের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৪) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
নিহত রিশা কাকরাইল এলাকার রমজান হোসেনের মেয়ে এবং কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
ওসি মশিউর রহমান বলেন, গত বুধবার দুপুর ২টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে বখাটের ছুরিকাঘাতের শিকার হয় রিশা। পরে আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৬/হিমেল/মাহবুব