নওগাঁর পোরশায় ২ হাজার বোতল ফেনসিডিলসহ আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার সকাল ৮টার দিকে উপজেলার সড়ইগাছী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আইয়ুব আলী বগুড়া জেলা সদরের ঠনঠনিয়া মহল্লার আফসার আলীর ছেলে।
র্যার-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সড়ইগাছী বাজার এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। এ সময় মাইক্রোবাস থেকে ২ হাজার বোতল ফেনসিডিলসহ আইয়ুব আলীকে আটক করা হয়। এ ব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৬/হিমেল-১৩