কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় আকস্মিক বজ্রপাতে তোফাজ্জল হোসেন (১৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে নৌকায় করে হাওরে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন ইটনা সদর উপজেলার পাতার হাটি গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেন বেলা ১১টার দিকে একটি ছোট নৌকায় করে পার্শ্ববর্তী মৃগা হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হলে তিনি ফিরে আসার চেষ্টা করেন। মৃগা স্লুইস গেটের কাছে আসার পর বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার লাশ বাড়িতে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৬/হিমেল/মাহবুব