কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ দফা দাবিতে টাঙ্গাইলের সকল পেট্রোল পাম্প সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বন্ধ রয়েছে। এদিকে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল না পেয়ে রাস্তায় চলাচলকারী অনেক যানবাহনই ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
টাঙ্গাইল পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি এসএম বাদশা জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল অস্বাভাবিক হারে বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে টাঙ্গাইলের ৫০টি পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। আমাদের দাবি মেনে না নিলে কেন্দ্র থেকে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। আমরা টাঙ্গাইল পেট্রোল পাম্প মালিক সমিতির সেই কর্মসূচি যথাযথভাবে পালন করবো।
টাঙ্গাইল পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সকল পেট্রোল পাম্পে একযোগে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পেট্রোল পাম্প ও ট্যাংক লরীর মাধ্যমে তেলের উত্তোলন, পরিবহন, বিক্রয় ও বিপনণ বন্ধ রয়েছে। আমাদের যৌতিক দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৬/হিমেল-১৭