কমিশন ও ট্যাঙ্ক লরির ভাড়া বাড়ানোসহ ১২ দফা দাবিতে ৯ ঘণ্টার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ ধর্মঘটের কারণে সারা দেশের ন্যায় সিদ্ধিরগঞ্জেও পেট্রোল পাম্প বন্ধ ও ডিপো থেকে তেল উত্তোলন, ট্যাঙ্ক লরির মাধ্যমে পরিবহন বন্ধ রেখেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে দুপুর ৩টা পর্যন্ত। গত ২০ আগস্ট এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। গতকাল সকাল থেকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা তেল ডিপোর সামনে সভা ও বিক্ষোভ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পদ্মা ডিপো শাখার সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সী, ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী রেজাউল করিম, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পদ্মা ডিপো শাখার সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক হাজী মোঃ ফজল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, হাজী সাইজউদ্দিন মাতবর, অকিল উজ্জামান, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বার বার কথা দিয়েও সরকার তাদের দাবি মানছে না। সম্প্রতি এ বিষয়ে জ্বালানি বিভাগে তিন দফা চিঠি দিয়েও উত্তর পাওয়া যায়নি। এরপর গত ২০ আগষ্ট সংবাদ সম্মেলন করে সরকারকে এক সপ্তাহ সময় দেওয়া হয়, কিন্তু দাবি মানা বা এ বিষয়ে আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব না আসায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন। এর পরও দাবি না মানলে টানা ধর্মঘটের ঘোষণা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৬/হিমেল-২৬