ঝিনাইদহের সকল নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। আজ রবিবার সকালে ঝিনাইদহ আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি দবির হোসেনের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, পিপি ইসমাইল হোসেন, সাবকে পিপি অ্যাডভোকেট খান আক্তারুজ্জামান, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাদাতুর রহমান হাদী, জিপি অ্যাডভোকেট সুবীর সমার্দ্দার, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী একরামুল হক আলম, এপিপি আব্দুল্লাহ মিন্টু, অ্যাডভোকেট আব্দুল খালেক সাগর, অ্যাডভোকেট মামুন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৮ আগস্ট, ২০১৬/ আফরোজ