নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাসায় গতকাল শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের ‘হিট স্ট্রং ২৭’ অভিযানে নিহত জঙ্গি যশোরের ফজলে রাব্বির লাশ নিতে চান তার বাবা।
গতকালের ওই অভিযানে নিহত হন রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার ‘পরিকল্পনাকারী ও জোগানদাতা’ তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি। পরে বাকি দুজনেরও পরিচয় প্রকাশ করে পুলিশ।
আজ রবিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম জানান, তামিম ছাড়া বাকি দুই জঙ্গির মধ্যে একজনের নাম ফজলে রাব্বি বলে ধারণা করা হচ্ছে। তার পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তা দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ নিখোঁজ হওয়া পাঁচ ব্যক্তির ছবি দিয়ে যে পোস্টার ছাপিয়েছিল তার মধ্যে দুই নম্বরে ছিল এই রাব্বির ছবি।
মনিরুল আরও জানান, ফজলে রাব্বির গ্রামের বাড়ি যশোরের কিসমত নওয়াপাড়ায়। তিনি গত এপ্রিল মাস থেকে নিখোঁজ ছিলেন বলে উল্লেখ করে তার বাবা হাবিবুল্লাহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। হাবিবুল্লাহ স্থানীয় কোনো এক কলেজের সাবেক অধ্যক্ষ বলে জানা গেছে।
ফজলে রাব্বির বাবা কাজী হাবিবুল্লাহ ছেলের মরদেহ নেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৮ আগস্ট, ২০১৬/ আফরোজ