দুর্গম পাহাড়ের সাজেকে শিক্ষার আলো ঘরে ঘরে পৌছেঁ দিতে খাগড়াছড়ি সেনা রিজিয়ন এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি চালু করেছে। পাইলট প্রকল্পের আওতায় ডিজিটাল স্কুল প্রোগ্রাম ও বহুমাত্রিক সচেতনতা কেন্দ্রের রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।
সাজেকের রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব-উল-আলম এসজিপি, পিএসসি।
প্রধান অতিথি পার্বত্য সচিব তার বক্তব্যে বলেন, পাহাড়ে শিক্ষার আলো ও মানুষের মৌলিক চাহিদা সম্পর্কে সচেতন করার জন্য ডিজিটাল পদ্ধতিতে সেনাবাহিনী যে কর্মসূচি চালু করেছে তা এখানকার মানুষের জীবনযাত্রার মান পাল্টে দেবে। তিনি চলমান পাইলট প্রকল্পের এ কর্মসূচি সফল হলে তা পুরো তিন পাবর্ত্যাঞ্চলে ছড়িয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন। বিভিন্ন দুর্গম এলাকার ছাত্রছাত্রীদের ডিজিটাল স্কুল প্রোগ্রামের আওতায় এনে শিক্ষার প্রসার ছড়িয়ে দিতে এ কর্মসূচি চালু করেন। শিক্ষকবিহীন সোলার প্যানেলকে কাজে লাগিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রত্যেকটি পাড়া গ্রামে একটি জায়গায় সকলকে এনে প্রত্যেকটি বিষয়ের পাঠদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঘাইহাট সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার সিদ্দিক ও খাগড়াছড়ি জোনের জোন অধিানায়কব লে. কর্নেল হাছান মাহমুদ। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, দিঘিনালার জোন কমান্ডার লে. কর্নেল রেজা, মারিশ্য বিজিবি জোনের উপ অধিনায়ক মেজর এ এস এম শহীদুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের জি টুআই এইচ এম সেলিমুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নয়ন কুমার চাকমা, হেডম্যান-কারবারীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৮ আগস্ট, ২০১৬/ আফরোজ