বাগেরহাটের পূর্ব সুন্দরবনের তিনটি ফিশিং ট্রলারসহ অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ মাছ আহরণের প্রস্তুতিকালে ১১ জেলেকে আটক করেছে ইউএসএআইডি'র অর্থায়ানে পরিচালিত স্মার্ট প্রেট্রোলিং টিমের সদস্যরা। রবিবার ভোর রাতে সুন্দরবনের পশুর নদীর হারবারিয়া এলাকা থেকে আটক এসব জেলেকে দুপুরে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের বাগেরহাট কারাগারে পাঠান।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, রবিবার ভোর রাত ৪টার দিকে স্মার্ট প্রেট্রোলিং টিমের সদস্যরা সুন্দরবনের পশুর নদীতে তিনটি ফিশিং ট্রলারকে ইলিশের জাল ফেলতে দেখে। স্মার্ট প্রেট্রোলিং টিমের সদস্যরা দ্রুত ওই তিনটি ফিশিং ট্রলারকে ঘিরে ফেলে। এসব ফিশিং ট্রলার সুন্দরবনে প্রবেশের কোন আনুমতিপত্র দেখাতে না পারায় ট্রলার ও জালসহ ১১ জেলেকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন- ডিয়েল মন্ডল (৫০), দুলাল শেখ (৪৫), দেবু মন্ডল (৩০), প্রসেনজিৎ মন্ডল (২২), রামপ্রশাদ মন্ডল (২৮), সুব্রত রায় (৩২), প্রতাপ রায় (২২), উজ্জল শেখ (২২), ওয়াদুদ শেখ (২৫), এনামুর হাওলাদার (২২) ও ফারুক শেখ (২১)। আটক এসব জেলেদের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার জয়মনিরঘোল এলাকায়।
দুপুরে বন বিভাগের পক্ষ থেকে আটক এসব জেলেদের সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ আহরণের চেষ্টার অভিযোগে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক আটক এসব জেলেদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ