নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন হিট স্ট্রং টোয়েন্টি সেভেন অভিযানে তিন জঙ্গি নিহতের পর থেকেই জেলাজুড়ে প্রশাসন কঠোর নিরাপত্তা জোরদার করেছে। পাড়া মহল্লায় মাইকিংসহ সচেতনতামূলক সভা করে যাচ্ছে পুলিশ প্রশাসন। রবিবার দুপুর থেকে জেলার রূপগঞ্জ থানা পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে মাইকিং করেছে।
মাইকিংয়ে বলা হচ্ছে, যারা বাসা ভাড়া দিয়েছেন, তারা যেন ভাড়াটিয়াদের নাম-পরিচয় বিস্তারিত খোঁজ-খবর নেন। এছাড়া গত তিন মাসের মধ্যে যেসব নতুন ভাড়াটিয়া এসেছে, তাদের বিষয়ে থানা পুলিশকে অবহিত করতে হবে। এজন্য বাড়িওয়ালাসহ স্থানীয় বাসিন্দারের সহযোগিতা প্রয়োজন। অপরিচিত লোক দেখলে তার খোঁজখবর নেওয়াসহ থানা পুলিশকে সন্ধান দিতে অনুরোধ জানানো হচ্ছে।
জঙ্গিবাদ দমনে সকল শ্রেণি-পেশার মানুষকে সজাগ থেকে কাজ করার আহবান জানানো হয়। নতুন কোন ভাড়াটিয়া বাসা ভাড়া নিতে আসলে তাদের বিষয়ে থানা পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।
প্রথম দিনে উপজেলার ইছাপুরা, ফজুরবাড়ির মোড়, জাঙ্গীর, টেকনোয়াদ্দা, বাড়িয়াছনি, গোয়ালপাড়া, বাগবেড় সিটি মার্কেট, দক্ষিণবাগ, গোপালিয়াডুঢা, চোরাব, মুশুরীসহ বেশ কয়েকটি এলাকায় মাইকিং করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ উপজেলায় ছোট-বড় সব মিলিয়ে প্রায় সাত শতাধিক শিল্প-প্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসে শ্রমিক-কর্মচারিরা কাজ করছেন। তারা শিল্প প্রতিষ্ঠানের আশ-পাশের এলাকাগুলোতে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। জঙ্গিরা শ্রমিক সেজে বাসা ভাড়া নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে। তাই বাড়িওয়ালাদের খেয়াল ও সজাগ থাকতে হবে যাতে করে জঙ্গিসহ অপরাধীরা আশ্রয় না পায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ