বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. তৈমুর আলম খন্দকার বলেছেন, শহীদ জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা সনদ ছিনিয়ে নেওয়া হলে দেশের সকল মুক্তিযোদ্ধাকে অপমান করা হবে। রবিবার সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকায় ছাত্রদলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এক সাথে কাজ করতে হবে। যারা সব সময় রাজপথে থেকে অন্দোলন করে তারা যেন তাদের ন্যায্য অধিকার পায় সে দিকে লক্ষ্য রাখতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, আব্দুল কাইয়ুম, আলাল খন্দকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ