গাজীপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে গাজীপুরের কাশিমপুর দেওলিয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার মোস্তফার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী মহসিন ও রহমানের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান। আগুনে ওই তিনটি গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট কাপড় এবং অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাসিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৯ আগস্ট ২০১৬/হিমেল-০৭