জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাষ্টার্স পরীক্ষার সময় ৪ ঘন্টা থেকে কমিয়ে সাড়ে ৩ ঘন্টা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল করটিয়া সরকারী সাদত কলেজের সহস্রাধিক শিক্ষার্থী।
সোমবার সকালে কলেজ ক্যাম্পাস মাঠের চার পাশে মানববন্ধন করে এর প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে এ সংক্রান্ত বিভিন্ন প্লেকার্ড বহন করতে দেখা গেছে।
প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম সিদ্দিকী ও পদার্থ বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তৃষ্ণা।
মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা অবিলম্বে পরীক্ষার সময়সূচি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্ব সময়সূচি অর্থাৎ সময় ৪ ঘন্টা বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
বিডি প্রতিদিন/২৯ আগস্ট ২০১৬/হিমেল-১৮