ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জসিম উদ্দিন নয়নকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত পৌনে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ফেনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ।
আসামি জসিম উদ্দিন নয়ন ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামের আবদুল লতিফের ছেলে।
ওসি মাহবুব মোর্শেদ জানায়, নয়ন চেয়ারম্যান একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। একরাম হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাকে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এদের মধ্যে ১৪ জন আসামি এখনও পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৬/মাহবুব