ফরিদপুরের মল্লিকপুর এলাকায় শনিবার দুপুরে বাসচাপায় জয়নাল শেখ (৪৮) নামের এক পথচারী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে কুষ্টিয়াগামী এম এম পরিবহনের যাত্রীবাহী একটি বাস পথচারী জয়নাল শেখকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ট্রাফিক সার্জেন্ট ওয়াহিদুল ইসলাম জানান, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা