মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক পিতা। গতকাল শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত পিতার অভিযোগে জানা যায়, পৌরসভার সেনেরখিল গ্রামের আবু রশিদের ছেলে মোতালেব হোসেন (২৩) মাদক সেবনের টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ঘরে মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। শুক্রবার রাতে মাদক সেবনের টাকা না দেয়ায় পিতা আবদুর রশিদসহ পরিবারের অন্যান্য লোকজনের ওপর হামলা চালায়। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা আবু রশিদ নিজেই বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মোতালেব হোসেনকে গ্রেফতার করে। শনিবার মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ