কুমিল্লার চৌদ্দগ্রামের পারিবারিক কলহের জের ধরে ৫ সন্তানের জননী নাছিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে নিজ বাড়িতে আম গাছের সাথে রশি পেছিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
নাছিমা বেগম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
বিডি-প্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ