জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পক্ষীমারী এলাকা থেকে শুক্রবার রাতে আয়শা বেগম (৫০) নামের বিধবার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, গত বুধবার থেকে আয়শা বেগমের (৫০) সাথে তার প্রবাসী সন্তান আশরাফ আলী যোগাযোগ করতে পারছিলেন না। পরে আশরাফ তার মামাতো ভাই আহম্মদ নবীকে ফোন করে মার খোঁজ নিতে বলেন। শুক্রবার রাতে গিয়ে দেখা যায় আয়শা বেগমের বাড়ির গেটে তালা ঝুলানো। পরে আহম্মদ বাড়ির প্রাচীর টপকে ভিতরে গিয়ে আয়েশা বেগমের লাশ দেখতে পান।
এ ঘটনায় নিহতের ভাই টুনু মন্ডল বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা