নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে জাহানারা বেগম (৫০) নামে এক বৃদ্ধাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধা জাহানারা বেগম জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার সালাম ও জীবন নামের দুই চাঁদাবাজ দীর্ঘদিন ধরে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। শনিবার সকালে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা এলোপাতাড়ি পিটিয়ে তাকে (জাহানারা বেগম) আহত করে। এক পর্যায় সালাম তার হাতে থাকা লোহার রড দিয়ে পেটাতে থাকে। জাহানার বেগমের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে সালাম, জীবনসহ তার লোকজন পালিয়ে যায়।
এদিকে সালাম ও জীবনের নামে রূপগঞ্জ থানায় চাঁদাবাজীর একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সালাম ও জীবনের সাথে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ