নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমন মিয়া (২৫) নামে এক সন্ত্রাসীকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া নগর এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন মিয়া মুড়াপাড়া নগর এলাকার তারা মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার সেকেন্ড অফিসার এনামুল হক চৌধুরী জানান, সুমন মিয়া দীর্ঘদিন ধরে মুড়াপাড়াসহ আশ-পাশের এলাকাগুলোতে অস্ত্রসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় বোতল ফেনসিডিল ও ২০ টি ইয়াবা ট্যাবলেটসহ সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ