ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই তরুণের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার মধুরচরে লাশটি পাওয়া যায় বলে জানিয়েছে দোহার থানা পুলিশ।
দোহার থানার এসআই মো আব্দুল গণি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের নাম মো. তালহা (১৯)। তিনি পুরান ঢাকার সূত্রাপুরের ধূপখোলা এলাকার মো. মনিরের ছেলে। রাতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার বিকালে পদ্মা নদীর মৈনট ঘাটে গোসল করতে নেমে পুরান ঢাকার ধূপখোলার বাসিন্দা মো. মিরাজ (১৮) ও মো. তালহা (১৯) নিখোঁজ হন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ