মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরোজ আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাতিজি (ভাইয়ের মেয়ে)।
শনিবার দিবাগত রাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
জানা গেছে, দুর্ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রা সুরোজকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত ৯টা ৩৮ মিনিটে তার মৃত্যু হয়। আহত স্থানীয় চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুন (১৪) চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব