টাঙ্গাইলের দেলদুয়ারে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৭ জন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গেং ডুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটওয়ারি।
তিনি বলেন, রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অন্তত ১৭ জন।
আহতদের মির্জাপুর কুমুদিনি ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব