মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকায় সাথী নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৯টায়। এঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত নবগ্রাম এলাকার মিলন নামে এক কলেজ ছাত্র ওই স্কুলছাত্রীতে উত্ত্যক্ত করে আসছিল। রবিবার সকালে এই ঘটনার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগে মারা যায় ওই স্কুলছাত্রী।
মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় জড়িত সন্দেহে এক একজনকে আটক করা হয়েছে। তবে তার নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন