রাজশাহীতে শাহরিয়ার আলম (কাব্য) নামে সাত বছরের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন মা।
শনিবার দিবাগত রাতে মহানগরীর বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের শিশু শ্রেণির ছাত্র।
রবিবার সকালে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি জানান।
তিনি বলেন, নিহত কাব্যের বাবা রফিক মাস্টার মেহেরচণ্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এছাড়া তার একটি ওষুধের দোকানও রয়েছে। ঈদের ছুটিতে কাব্য মহানগরীর সাধুর মোড় এলাকায় তার নানা-নানির বাড়িতে বেড়াতে গিয়েছিল।
শনিবার সন্ধ্যায় কাব্যকে তার বাবা রফিক মাস্টার নানা-নানির বাড়ি থেকে নিয়ে আসেন। এরপরে ছেলেকে বাড়িতে রেখে তিনি ওষুধের দোকানে যান। গভীর রাতে বাড়ি ফিরে এসে তিনি ঘর ভেতর থেকে বন্ধ অবস্থায় পান।
অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালে দেখতে পান, কাব্য রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে। পাশে মা তসলিমাও অজ্ঞান অবস্থায় পড়ে। কাব্যের সারা শরীরে আঘাতের চিহ্ন।
ওসি হুমায়ন কবির আরও বলেন, পরিবার প্রাথমিকভাবে জানিয়েছে, তসলিমা মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে আটক করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন