পাবনার আটঘরিয়ায় সালমা খাতুন (৩০) নামে এক নারীকে শ্বাসরোধ করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ রবিবার সকাল ৯টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি কলাবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
মৃত সালমা খাতুন আটঘরিয়া পৌরসভার কলেজ পাড়ার নিজাম উদ্দিনের মেয়ে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটঘরিয়া উপজেলার সঞ্জয়পুর গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে ৪ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় সালমার। এরপর থেকে সালমা বাবার বাড়িতে থাকতেন। গত শনিবার রাত ৮টার পর সালমা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর আজ রবিবার সকালে বাড়ির পাশে কলা বাগানে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যার পর দুর্বৃত্তরা মৃতদেহ ফেলে রেখে যায় ওই বাগানে।
বিডি-প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ