গৃহবধুর চুল কেটে ও এক ব্যবসায়ীকে ন্যাড়া করার অভিযোগে ফেনী সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২ টার দিকে ফেনী শহরের ডাক্তার পাড়াস্থ তার শ্বশুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় বখাটেদের কথায় পরোচিত হয়ে ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে পরকিয়া প্রেমের অভিযোগ তুলে ওই এলাকার এক গৃহবধুর (প্রবাসীর স্ত্রী) চুল কেটে এবং এক ব্যবসায়ীর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে নির্যাতন করে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু। এই ঘটনায় গৃহবধু ও ব্যবসায়ী রাতে সোনাগাজী মডেল থানায় পৃথক মামলা করেন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, ভুট্টুর বিরুদ্ধে এ ছাড়াও আরো দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার