ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে চার যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল ও ২টি রামদা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো দেলোয়ার হোসেন পামেল (২৫), আলাউদ্দিন (২৫), আবু তৈয়ব সোহাগ (২৫) ও মোশারফ হোসেন সোহেল (২৭)। তাদের প্রত্যেকেই স্থানীয় চর সোনপুর গ্রামের বাসিন্দা।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন