ফরিদপুরের আলফাডাংগা উপজেলার বারাসিয়া নদের পাড় থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা হত্যা করে লাশটি গাছের সাথে ঝুলিয়ে রেখে গেছে দুবৃর্ত্তরা।
স্থানীয়রা জানান, রবিবার সকাল আটটার দিকে উপজেলা সদরের লোকাল বাস স্ট্যান্ড সংলগ্ন বারাসিয়া নদের পাড়ের একটি গাছে এক ব্যক্তির লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
আলফাডাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম জানান, গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ