চট্টগ্রামে অভিযান চালিয়ে দু'হাজার পিস ইয়াবাসহ কবির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন আনসার ক্লাবের সামনে এ অভিযান চালানো হয়। আটক হওয়া কবিরের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানা এলাকায়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনসার ক্লাবে সামনে অভিযান চালানো হয়। অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে আনা হয় বলে হোসেন জানায়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার