দিনাজপুরের বীরগঞ্জে মো. ইয়াছিন আলী (৫০) নামে ৬ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকাল ১১টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বীরগঞ্জ থানার এসআই মো. আজম প্রধান।
গ্রেফতারকৃত ইয়াছিন আলী বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামের মৃত হাছির উদ্দিনের ছেলে।
এসআই মো. আজম প্রধান জানান, ইয়াছিন আলী এলাকার চিহিৃত ডাকাত দলের সর্দার। ২০০৭ সালে জেলার কাহারোল উপজেলার একটি ডাকাতি মামলায় যুগ্ন দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ৬ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একধিক মামলা বিচারাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব