আওয়ামী লীগ, ১৪ দল, পেশাজীবী ও মুক্তিযুদ্ধের পক্ষের সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিকদের সমন্বয়ে বগুড়ায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠন হয়েছে।
৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
এই কমিটির সভাপতি হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
বগুড়া জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, সাম্যবাদি দলের এ্যাড. আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক, এ্যাড. মকবুল হোসেন মুকুল, ওয়াকার্স পার্টির সালেহা সুলতানা, বগুড়া প্রেসক্লাব সভাপতি যাহেদুর রহমান যাদু, কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম মাওলানা আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা কমান্ডার, বগুড়া রুহুল আমিন বাবলু, আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি এ্যাড. আব্দুল মতিন, সরকারি আজিজুল হক কলেজ অধ্যক্ষ প্রফেসর সামস-উল-আলম জয়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজর অধ্যক্ষ ডা. একেএম আহসান হাবিব, সেক্টর কমান্ডার্স ফোরাম, সভাপতি মাসুদার রহমান হেলাল, গণতন্ত্রি পার্টির মনতেজার রহমান, জেলা জাসদ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা শ্রমিক লীগ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া চেম্বার সভাপতি মাসুদুর রহমান মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়নাকে সহ-সভাপতি করা হয়েছে।
সদস্য সচিব করা হয়েছে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন টি. জামান নিকেতা, মুঞ্জুরুল আলম মোহন, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, মুক্তিযোদ্ধা সুুরুজ্জামান, সাংবাদিক মাহমুদুল আলম নয়ন, ডা. রেজাউল আলম জুয়েল, মাওলানা এমদাদুল হক, মাওলানা আব্দুল আজিজ, মোছাঃ রাবেয়া খাতুন, এনামুল হক দুলাল, এবিএম জিয়াউল হক বাবলা, জাহেদুর রহমান, আব্দুস সাত্তার, বাবু দিলীপ কুমার চৌধুরী, হেলাল উদ্দিন কবিরাজ, টিআইএম নুরুন্নবি তারেক, আজিজুল হক, এএইচ আযম খান, মিজানুর রহমান খান সেলিম, জিয়াউল হক শ্যাম্পু, সাহাদারা মান্নান, সিরাজুল আলম রাজু, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান শফিক, সামছুদ্দিন শেখ হেলাল, এ্যাড. জাকির হোসেন নবাব, সাগর কুমার রায়, আলমগীর বাদশা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু।
সন্ত্রাস বিরোধী বগুড়া জেলা কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মজনু জানান, ৫১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটিতে ১৪ দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও রয়েছে। এই কমিটির তালিকা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন