সিরাজগঞ্জে পারিবারিক কলহের কারণে দুই যুবক আত্মহত্যা করেছেন। এরা হলেন: পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (২১) ও চর হরিপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে সবুজ হোসেন (২০)। রবিবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হাফিজ রায়হান জানান, যুবক কামরুল মাদকাসক্ত ছিলেন। দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এসব কারণে নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে কামরুরল আত্মহত্যা করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অপরদিকে সদর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, পারিবারিক কলহের কারণে সবুজ শনিবার গভীর রাতে বিষপান করে। রাতেই হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ