সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে ট্রলার ডুবিতে তাইজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষ্মী ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইজুল ইসলাম আশাশুনি উপজেলার নাকনা গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মপুকুর ঘাট থেকে ট্রলারে উঠে নওয়াবেকী আসার পথে বিড়ালক্ষ্মী ঘাটে ধাক্কা লেগে ট্রলারে থাকা ১৪ জন যাত্রী নদীতে পড়ে যায়। এতে অন্য ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন নিহত হয়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারের অন্য যাত্রীরা সুস্থ আছেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার