কক্সবাজারের টেকনাফে নব-নির্বাচিত মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা অনুষ্ঠান ও সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে টেকনাফ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মোঃ আলম বাহদুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
এসময় টেকনাফ পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধিত করেন আব্দুর রহমান বদি এমপি। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়াসহ টেকনাফ পৌরসভার কাউন্সিলরগণ। এছাড়া ৬ ইউনিয়নের চেয়ারম্যানরাও বক্তব রাখেন। সভায় বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন ।
বিডি প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৫