আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার নেত্রকোনায় সচেতনতা সৃষ্টিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টার দিকে স্থানীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি মোক্তারপাড়া মাঠে গিয়ে শেষ হয়। এরপর মাঠে দুর্যোগ প্রশমনে মোকাবেলা প্রস্তুতি বিষয়ক মহড়া প্রদর্শন করে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি টিম। মহড়ায় অংশগ্রহণ করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/ফারজানা