শেরপুরের নালিতাবাড়িতে ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এলাকায় ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, বড় ইয়াবার চালান আসার খবর পেয়ে বুধবার মধ্যরাতে নাকুগাঁও একটি ব্রিজে হানা দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালানটি অন্যদিকে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই তিন ইয়াবা ব্যবসায়ীকে ২০টি ইয়বাসহ ধরা হয়। শেরপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার লাবণী খন্দকার জানিয়েছেন, অনেকদিন ধরে ইয়াবা সম্রাট হাফিজ ও পাপ্পুকে পুলিশ ধরার জন্য চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ