লক্ষ্মীপুরে র্যাব ও প্রশাসনের যৌথ অভিযানে ৪টি অবৈধ ডেন্টাল ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় চান্দীয়া ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ও র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র ছাড়া ব্যবসা করায় লক্ষ্মীপুর ডেন্টালকে ১ লাখ ৫০ হাজার, কাকলী ডেন্টালকে ১ লাখ, জননী ডেন্টালকে ১ লাখ ২০ হাজার এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার দায়ে রহমানীয়া টেলিকমকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ