চাঁপাইনবাবগঞ্জ সরকার ঘোষিত ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচিতে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে কার্ড বিতরণ ও চাল বিক্রিতে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। নির্ধারিত ওজনের চেয়ে আধা কেজি কম চাল দিচ্ছে ডিলার। এ ছাড়া সরকারি নিয়মানুযায়ী একটি পরিবারের জন্য একটি কার্ড দেয়ার সিদ্ধান্ত থাকলেও একই পরিবারের একাধিক ব্যক্তির নামে কার্ড বিতরণ করেছে প্রভাবশালীরা। এতে বঞ্চিত হচ্ছেন অতিদরিদ্র পরিবারগুলো।
এ ব্যাপারে উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা অমল চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যদি বিনোদপুরের ডিলার আধা কেজি করে চাল কম দেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার