ডিজিটাল পদ্ধতিতে বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো কৃষি প্রযুক্তি ইন্সস্টিটিউট বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আশ্রয়কেন্দ্র দুটি নির্মাণ করে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল, রেজাউল করিম নান্না, অধ্যক্ষ এ.এম শহীদ হোসেন, আওয়ামী লীগ নেতা মহিদ হোসেন স্বপনসহ অনেকে উদ্বোধনকালে আশ্রয়কেন্দ্র দুটিতে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/ফারজানা