সাতক্ষীরায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বাদশা মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জজ কোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাদশা মিয়া সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার পাইলস ডা. নুর ইসলামের ছেলে।
এ ব্যাপারে সাতক্ষীরা ডিবির পুলিশের ওসি আলী আহমেদ হাশেমী বাদশাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশের একটি দল জজ কোর্ট এলাকায় অভিযানে গেলে, সেখানে পুলিশের কাজে বাধা দেওয়ায় বাদশা মিয়াকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার