সিরাজগঞ্জে চাল নিয়ে চালবাজি অব্যাহত রয়েছে। চাল বিতরণে সরাসরি হাত না থাকলেও তালিকা তৈরীর সময় চেয়ারম্যান তালিকায় মৃত ব্যক্তির নাম দেয়। চাল বিতরণের আগে ডিলারের কাছে একশত সাদা কার্ডও চান তিনি।
এ বিষয়ে ডিলার ফেরদৌসী বেগমের স্বামী নজরুর ইসলাম ভুট্টো জানান, চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে ইউপি চেয়ারম্যানের সাথে মতবিরোধ ছিল। এছাড়াও সে আমার কাছে একশতটি সাদা কার্ড চেয়েছিল। কিন্তু দেয়া হয়নি। তাছাড়া তালিকায় মৃত ব্যক্তিদের নামের বিষয়টি ফাঁস হয়ে যায়। তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ফিরোজ শেখ জানান, আমি কোন তালিকা করিনি। শুধু স্বাক্ষর করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার জানান, মৃত ব্যক্তির পাশাপাশি কিছু ভুয়া লোকের নাম তালিকায় রয়েছে। এ জন্য চালের ডিও বন্ধ রয়েছে। রবিবার তদন্তের পর বিষয়টি সুরাহা করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার