নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি হত্যাসহ দেড় ডজন হত্যা মামলার আসামি মোশারফ ও তার লোকজনদের গ্রেফতারের দাবিতে স্থানীয় জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছেন। আজ বিকালে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা জানান, তিনটি হত্যাসহ দেড় ডজন মামলার আসামি মোশারফ হোসেন মোশাসহ তার বাহিনীর লোকজনকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কায়েতপাড়াবাসী কঠোর আন্দোলন গড়ে তুলবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার