মা ইলিশ রক্ষার অভিযানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আটক ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক জানান, বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২২ জেলেকে আটক করা হয়। এর মধ্যে বরগুনায় আটক ১৯ জেলের মধ্যে ১৬ জনকে ২ বছর করে এবং ৩ জেলেকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ১ লাখ মিটার অবৈধ জাল।
এদিকে ভোলা জেলায় আটক ৩ জেলেকে ২ বছর করে কারাদন্ড এবং বিপুল পরিমান জাল জব্দ করা হয়েছে। এছাড়া পটুয়াখালী, পিরোজপুর এবং বরিশালের বিভিন্ন নদী থেকে প্রায় ২ লাখ মিটার জাল জব্দ হয়েছে বলে জানান বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন