বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য নৌকাবাইচ ও হাতির সাথে লঞ্চের রশি টানাটানির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে স্থানীয় হাজার হাজার মানুষ এই প্রতিযোগীতা উপভোগ করেন। জানা যায়, উপজেলার টরকী বন্দর দুর্গা মন্দির ও টরকী বন্দর বণিক সমিতির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সভাপতি কামরুল ইসলাম দিলীপের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আশিক আব্দুল্লাহ, পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন।
বিডি প্রতিদিন/এ মজুমদার