বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পারনওয়াপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে বিষ খাওয়া অবস্থায় আল মামুন (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মামুন পিরোজপুর জেলার নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র। সে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের আতাইকাঠী গ্রামের সত্তার তরফদারের ছেলে।
নিহত মামুনের পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে তাকে পরিকল্পিতভাবে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার সেকেন্ড অফিসার মো. এনায়েত আলী খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন