মেরী নামের অদ্ভুত আকৃতির এক প্রতিবন্ধী কন্যা শিশুর সন্ধান মিলেছে। এ শিশুটির বর্তমান বাড়ি রাজবাড়ী জেলা সদরের কাজীবাধা গ্রামে। বাবার নাম আবুল বাশার। সে পেশায় একজন রিক্সা চালক।
শিশু মেরীর নানা বাড়ি কুমিল্লায়। এতদিন তারা পরিবারসহ কুমিল্লাতেই বসবাস করতেন। সম্প্রতি তারা রাজবাড়ীতে এসেছেন।
মেরীর বর্তমান বয়স নয় বছর।মেরীর ওজন মাত্র চার কেজি। তবে তার উচ্চতা সঠিকভাবে নির্ণয় করা যায়নি। তবে আনুমানিক ৩ ফুট হবে। মেরী ঠিকমতো দাঁড়াতে পারে না, এমনকি সে কথা বলতে পারে না। হতদরিদ্র রিক্সা চালকের ঘরে জন্ম নেওয়া মেরীর বর্তমান সময় কাটছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে।
মেরীর মা রওশন আরা জানান, "তাদের পাঁচ সন্তান। সবচেয়ে ছোট সন্তান মেরী জন্ম নেওয়ার পরই তারা বুঝতে পারেন যে সে প্রতিবন্ধী। কিন্তু তারপরও তারা কখনও মেরীকে অবহেলার চোখে দেখেননি। মেরীর বর্তমান বয়স নয়। কিন্তু সে কথা বলতে পারে না। হাত ও পা গুলো খুবই সরু। খাওয়া দাওয়া বলতে শুধু নরম জাতীয় খাবার খায় সে। এভাবেই চলছে মেরীর জীবন। সংসারে অভাব থাকায় বর্তমানে তিনি মেরীকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন।"
বিডি-প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৬/তাফসীর