রংপুরের কাউনিয়া উপজেলায় বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাসুদুর রহমান (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক মাসুদুর ওই উপজেলার হারাগাছ শারাই ভানুপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক মাসুদুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম