কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালত জসিম উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। জসিমের বাড়ি উপজেলার আলকরা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামে।
বিজিবি-১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সোনাইছা এলাকা থেকে জসিম উদ্দিনকে (৪০) আটক করা হয়। শুক্রবার তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৬/ফারজানা