মাদারীপুরের রাজৈরে পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে মহাসড়কের উপর বাস উল্টে পড়ে ৪০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার মোল্লাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাজৈর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজৈর, গৌরনদী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
গুরুতর আহতরা হলেন আনোয়ার হোসেন (৪০), আবদুস সাত্তার (৪০), খালেক হাওলাদার (৬০), বাসের সুপারভাইজার রাজু (৪০), মেহেদী হাসান (২০), জাহাঙ্গীর হোসেন (৬০), ফারুক তালুকদার (৪০), মোজাহিদ ইসলাম (৪৫), নির্মল (৫০), দেলোয়ার (৩৫), পারুল বেগম (৪০), তাসলিমা বেগম (৫০), হাওয়া বেগম (৩০) আবদুল জব্বার (৬৫), নুর মোহাম্মদ (৬০), ওয়ারেজ আলী (৫০), আলী আকবর (৫০) সুমন (১০), রাব্বি (১১)।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৬/ফারজানা